প্রশ্ন: টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৬৯ সালে।
প্রশ্ন: টাঙ্গাইল জেলার সীমানা কি?
উ: কক্সবাজার জেলার সীমানা:
✅ উত্তরে: জামালপুর জেলা
✅ দক্ষিণে: ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলা
✅ পূর্বে: ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা
✅ পশ্চিমে: সিরাজগঞ্জ জেলা
প্রশ্ন: টাঙ্গাইল জেলার আয়তন কত?
উ: ৩৪১৩.৬৮ বর্গ কি: মি:।
প্রশ্ন: টাঙ্গাইল জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: উজ্জীবিত টাঙ্গাইল।
প্রশ্ন: টাঙ্গাইল জেলার গ্রাম কতটি?
উ: ২৫১৬ টি।
প্রশ্ন: টাঙ্গাইল জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ১২০ টি।
প্রশ্ন: টাঙ্গাইল জেলার উপজেলা কতটি ও কি কি?
উ: ১২টি। টাঙ্গাইল সদর, মধুপুর, মির্জাপুর, গোপালপুর, ভুয়াপুর, নাগরপুর, সখিপুর, কালিহাতি, ঘাটাইল, ধনবাড়ী, বাসাইল ও দেলদুয়ার।
প্রশ্ন: টাঙ্গাইল জেলার পৌরসভা কতটি?
উ: ১১ টি। টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, মির্জাপুর, সখিপুর, বাসাইল ও এলেঙ্গা।
প্রশ্ন: টাঙ্গাইল জেলার নদ-নদী কি কি?
উ: যমুনা, ধলেশ্বরী, বংশী, লৌহজং ইত্যাদি।
প্রশ্ন: টাঙ্গাইল জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: পাটকল, ঔষধ শিল্প, পশম শিল্প, তাঁত শিল্প, চামড়া শিল্প, কুটির শিল্প।
প্রশ্ন: টাঙ্গাইল জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: মির্জাপুর ক্যাডেট কলেজ, সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ, আতিয়া জামে মসজিদ, মধুপুরের গড়, ভারতেশ্বরী হোমস,কুমুদিনী হাসপাতাল।
প্রশ্ন: টাঙ্গাইল জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: ড. আশরাফ সিদ্দীকী (গবেষক), রফিক আজাদ (লেখক ও সাহিত্যিক), কাদের সিদ্দিকী (বীর মুক্তিযোদ্ধা, আবু সাঈদ চৌধুরী (সাবেক রাষ্ট্রপতি), প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ (শিক্ষাবিদ), মাওলানা আবদুল হামিদ খান ভাসানী (রাজনীতিবিদ), পিসি সরকার (যাদুকর), রাজনীতিবিদ), দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (সাহিত্যিক)।